ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

শার্শায় দেড় হাজার বোতল ফেনসিডিল জব্দ

প্রকাশিত : ০৯:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত থেকে এক হাজার ৪৮২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোনও চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় শালকোনা সীমান্ত ফেনিসিডিলের বড় এই চালানটি উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার শালকোনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু সাঈদ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার-৩১/৬ এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অজ্ঞাত ১০-১৫ জন চোরাকারবারী বস্তাসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাকারবারিরা বস্তাগুলো ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো খুলে তার মধ্য থেকে এক হাজার ৪৮২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।  

একে//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি