ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

শার্শায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ১৯:২৯, ১৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকাররি সংস্থা নিশানার সভাপতি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল ওহাব, শার্শা উপজেলা বিআরডিবি সভাপতি ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টু।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবিনা ইয়াসমিন, নিলুফা ইয়াসমিন, লাকী রাণী বিশ্বাস, তামান্না ইয়াসমিন লিজা, তোহিদুর রহমান, হাবিবুর রহমান, মনির হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি