ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

শার্শায় ভ্রাম্যমান নার্সারির উদ্যোগে বিনামূল্যে চারাগাছ বিতরণ

প্রকাশিত : ২৩:০৭, ৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

‘নির্মল বায়ু বাড়ায় আয়ু, দুষিত বায়ু কমায় আয়ু’ জীবনের জন্য বন ও পরিবেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে যশোরের শার্শা উপজেলা কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমান নার্সারির উদ্যোগে উদ্ভাবক ও পরিবেশ গবেষক ছাত্র-ছাত্রী, সাধারণ জনগণের মধ্যে এই চারাগাছ বিতরণ করা হয়।      

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা উপজেলা শাখার আসাদুজ্জামান, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. রহিম, ইউনানী কবিরাজী হোমিও চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. ওবায়দুল কাদির প্রমুখ। অনুষ্ঠানে সাড়ে তিন’শ  ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।   

যশোরের শার্শার কৃতিসন্তান মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শার্শা উপজেলা কলেজে বৃক্ষ নিধনরোধে পরিবেশ রক্ষায় মানববন্ধন পালন করা হয়।    

কেআই/এসি   

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি