ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

শার্শায় র‌্যাবের অভিযান গ্রেফতার ৩

প্রকাশিত : ২০:১৭, ২৫ মে ২০১৯

যশোরের শার্শা উপজেলার নাভারন রেল বাজার থেকে জুয়া খেলা অবস্থায় তিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এসময় নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার সকালে তাদের হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, নাভারন রেল বাজার এলাকার রফিক গাজীর ছেলে শাওন গাজী (২৩), মিটু শেখের ছেলে সাগর শেখ (তাসিকুল) ও আনোয়ার শেখের ছেলে টুটুল শেখ (১৯)।

যশোর র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত গোপনে টাকা দিয়ে জুয়া খেলার সাথে জড়িত। বিভিন্ন সময় আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সমাজ ধংসকারী টাকা দিয়ে জুয়া খেলছে। তাদের এমন গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের এক শ্রেণীর মানুষ ও সমাজ হুমকির মুখে পড়ছে। এমন অভিযোগের ভিত্তিতে র‌্যাব সদস্যরা  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় সেখান থেকে ১১ সেট তাস, নগদ-৪ হাজার ২৭০ টাকা, ৩টি মোবাইল সেট ও ৪টি সীম জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। 

এনএম/কেআই 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি