ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

শার্শায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ-অনশন কর্মসূচি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩২, ২২ অক্টোবর ২০২২

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ যশোরের শার্শা উপজেলার আয়োজনে সকাল-সন্ধ্যা গণ-অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বিগত সংসদ নির্বাচনের পূর্বে দেওয়া সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহের অনতিবিলম্বে বাস্তবায়নের দাবিতে সকাল-সন্ধ্যা গণ-অনশন পালন করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শার্শা উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে গণ অনশন-গণ অবস্থান কমসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার সভাপতি জয়দেব কুমার সিংহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য বাবু বিকাশ আইচ, র্শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমের যুগ্ম-সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, সালমান দাস, সুবল বিশ্বাস ময়না অন্যান্য নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি