ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শাহ আমানতে ১৩৫টি সোনার বার উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে ওমান ফেরত মোহাম্মদ জাহেদ (৪০) নামে এক বিমানযাত্রীর কাছে ১৩৫টি সোনার বার পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকার মতো।
রোববার সকালে মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ওই যাত্রীর ব্যাগে এই সোনা পাওয়া যায় বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আজ সকাল ৬টা ২৫ মিনিটে একটি উড়োজাহাজে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জামাল। চলাফেরায় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে ১৩৫টি ও মোবাইলের ভেতর থেকে একটি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম।
তারা জানান, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও সোনা রয়েছে কি না, সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে।
জাহেদের কাছে আরও সোনা থাকতে পারে বলে সন্দেহ শুল্ক কর্মকর্তাদের। সেজন্য তাকে তল্লাশি করা হচ্ছে বলে জানান মাহবুবুর।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি