ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

শাহকে কান ধরে ওঠবস করানোর আবেদন মমতার

প্রকাশিত : ১১:৪৭, ১৫ মে ২০১৯

ভারতের দক্ষিণ কলকাতায় ভোটপ্রচারে গিয়ে শাহের মন্তব্যের কড়া জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বাংলাকে ‘কাঙাল’ তৈরি করেছেন, অমিত শাহ সোমবার এই অভিযোগ করেছিলেন। এর জবাবে শাহকে গণতান্ত্রিক ভাবে কান ধরে ওঠবোস করাতে আবেদন জানালেন মমতা।

যাদবপুর, টালিগঞ্জ এবং বেহালার সভায় ভোটারদের কাছে মমতা বলেন, ‘‘আমায় যত খুশি গালাগাল দিন। কিন্তু বাংলা মায়ের অসম্মান করলে, বাংলা মাকে গালাগাল দিলে তা বরদাস্ত করব না। কাঙাল শব্দের অর্থ জানেন না ওই অপদার্থ শাহ।’’

ভোটের বাক্সে বিজেপিকে পরাস্ত করে শাহর বক্তব্যের সমুচিত জবাব দিতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই রাজ্যের বিশেষত কলকাতার উন্নয়নের বিশদ খতিয়ান তুলে ধরে শাহকে পাল্টা আক্রমণকরেন মমতা।

তার কথায়, ‘‘বিমানবন্দর থেকে যখন কলকাতায় আসেন, দেখতে পান না রাস্তার দু’পাশে কত কাজ হয়েছে? দেখতে পান না, ইকো পার্ক, কনভেনশন সেন্টার, নবান্ন, সৌজন্য?’’

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি