ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

শাহজালালে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত : ১৯:২০, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে প্রবেশ করায় এক যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (১১ মার্চ) ঘোষণা ছাড়াই পিস্তল ও সাত রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরে ঢোকেন চৌগাছা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী।

এ সময় তাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকি বাংলা বলেন, অস্ত্র নিয়ে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি তিনি। পরবর্তীতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্র শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে মামলা করার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি