শাহজাহান শুভর গান ‘তোর কারণে’ ব্যাপক প্রশংসিত
প্রকাশিত : ০০:০১, ১ মে ২০১৯ | আপডেট: ০০:০৪, ৬ মে ২০১৯

কণ্ঠশিল্পী শাহজাহান শুভ’র ‘তোর কারণে’ গানের মিউজিক ভিডিওটি সাম্প্রতিক সময়ে বেশ সুনাম কুড়িয়েছে। এই গানটি গত ১৩ এপ্রিল সিডি চয়েজ মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়।গানটির ভিডিওতে ইউটিউবে ইতোমধ্যে সাড়ে ৩ লাখ ভিউ হয়েছে।
গানের কথা লিখেছেন রাকিব ইমরান, সুর করেছেন মাসুম। ভিডিও নির্মাণ করেছে সিডি চয়েজ মিউজিক টিম। এর সংগীতায়োজন করেছেন অরণ্য আকন। গানের চিত্রায়নে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান ও আঁখিকে।
গানটি প্রসঙ্গে শিল্পী শাহজাহান শুভ বলেন, ‘অনেকটা অপ্রত্যাশিতভাবেই সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ সুমন ভাই একদিন আমার ম্যাসেঞ্জারে গানটি পাঠান। তিনি বলেন গানটি আমার জন্য তৈরি করা হয়েছে। এর ঠিক এক সপ্তাহ পর আমি গানে ভয়েজ দেই।
‘তোর কারণে আমার ভীষণ ভালো লাগার একটি গান। ইতোমধ্যে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমি সিডি চয়েজ মিউজিকের কর্ণধার ইমদাদ ভাইয়ের কাছে চির কৃতজ্ঞ।’
কেআই/