ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শিক্ষক নিয়োগ দেবে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ তাদের লোকবল বৃদ্ধিল লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) সহকারী শিক্ষক (ইংরেজি)-২ জন (স্কুল শাখা)

যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ে ৩০০ নম্বরের ইংরেজিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমান উত্তীর্ণ হতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

২) সহকারী শিক্ষক -গণিত-বিজ্ঞান (ইংরেজি ভার্সন)-০১ টি (স্কুল শাখা)

যোগ্যতা

প্রার্থীকে ইংরেজি ভার্সনে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) সহকারী শিক্ষক (গণিত-বিজ্ঞান)-০১ (স্কুল শাখা)

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক অথবা সমমান।তবে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তরে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন।

৪) সিনিয়র হিসাবরক্ষক-০১ (স্কুল শাখা)

প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। তবে দ্বিতীয় শ্রেণির অনার্সসহ স্নাতকোত্তারে উত্তীর্ণরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ অ্যাকাউন্টস সফট্ওয়্যার পরিচালনায় দক্ষতা আবশ্যক।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা স্বহস্তে লিখিত আবেদনপত্র ‘অধ্যক্ষ, বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ, রোড নম্বর ২৩/এ, ব্লক-বি, বনানী, ঢাকা-১২১৩’ এই ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠাতে পারবেন।

 

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জানুয়ারি, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

বিস্তারিত জানতে বিজ্ঞাপন দেখুন

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি