ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ২৫ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সাথে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমনের হার বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হতে পারে।

আজ করোনা বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সাথে বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং আগামীকালের মধ্যে তা জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সভার আয়োজন করে।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি