ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শিরোপাজয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৮:৪২, ১৮ মে ২০১৯ | আপডেট: ০৯:৩৫, ১৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপাজয়ী বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষ হওয়ার পরপরই এক শুভেচ্ছা বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

ক্রিকেটাররা ছাড়াও কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদেরও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পুরো দেশ আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও তাদের অসাধারণ নৈপূণ্যে গর্বিত।’

শুক্রবার (১৭ মে) আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় এ সিরিজের ফাইনালে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে টাইগাররা। এর মধ্য দিয়ে বহুজাতিক কোনও টুর্নামেন্টে প্রথম কোনও ট্রফি জিতলো বাংলাদেশ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৩৩ বছরের অপেক্ষা দূর হলো ডাবলিনের মাঠে। হয়তো এই টুর্নামেন্ট জেতার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হলো। তাতে আসন্ন বিশ্বকাপে ত্রিদেশীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই যেতে পারছে মাশরাফিরা।

সূত্র: বাসস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি