ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

শিশু প্রহরে জমজমাট বইমেলা (ভিডিও)

প্রকাশিত : ১৬:০১, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অমর একুশে গ্রন্থমেলায় সাপ্তাহিক শিশু প্রহরের আজ দ্বিতীয় দিন। পাখির কিচিরর মিচিরের মতো এক আনন্দময় পরিবেশে যেন প্রাণ ফিরে পেয়েছে বইমেলা। রঙিল মলাটের বই আর রুপকথাই নয়, শিশুদের আনন্দ দেশে-বিদেশের ভ্রমণকাহিনীতেও। অভ্যাস তৈরির এমন মৌসুম পেয়ে অভিভাবকরাও আশাবাদী।

অমর একুশে গ্রন্থমেলার নবম দিন। পরিণত হবার ঠিক আগ মূহুর্ত। তবে সাপ্তাহিক শিশু প্রহরে আয়োজনের কমতি নেই।

একেতো ছুটির দিন, তারওপর নতুন সব বইয়ের পসরা। সাজস্বজ্জার বৈচিত্রেও আছে শিশুমন আকর্ষণের অদ্ভুত শিল্প।

শিশুদের অকৃত্রিম আগ্রহ শুধু রঙিন মলাটে নয়, গল্পেও বিভোর হয় ওরা।

শৈশবের স্মৃতিচারণ করেন অভিভাবকরা। আর ভাবেন, যান্ত্রিকতা যুগেও বইয়ের আবেদন ফুরায় না।

বই পড়ার আগ্রহ কমেছে, এমন ধারণা বিজ্ঞান লেখক ও শিশু সাহিত্যিক ড. জাফর ইকবালের। তবে ঘাটতি পূরণে বইমেলা একটি মাধ্যম হতে পারে তার মতে।

এই রাজ্যে সবাই রাজা। শিক্ষার বিকল্প শুধু শিক্ষা, তবে এর মাধ্যম হতে পারে বিচিত্র। সেই বিচিত্র মাধ্যমই সিসিমপুর। হালুম, ইকরি, শিখু ও টুকটুকিকে নিয়ে আনন্দেও সীমা নেই শিশুদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি