ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শুক্রবার আসবে আমজাদ হোসেনের মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১৯ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন শুক্রবার (১৪ ডিসেম্বর) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তারপর থেকে তার আত্মীয়-স্বজন, সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা উদগ্রীব হয়ে আছে প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখার জন্য। সব জটিলতা কাটিয়ে দীর্ঘ এক সপ্তাহ পর দেশে ফিরছে আমজাদ হোসেনের মরদেহ।

 প্রথম দিকে ছুটির ফাঁদে এবং পরবর্তীতে হাসপাতালের পাওনা মেটানো সংক্রান্ত জটিলতায় আটকে যায় আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া। অবশেষে জটিলতার জট কাটতে শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে মৃত্যুর আট দিন পরে আসছে শুক্রবার আমজাদ হোসেনের মরদেহ।

আমজাদ হোসেনের একসময়ের সহকারি এবং ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক জানান, ব্যাংকক থেকে মরদেহ আনার সব প্রক্রিয়া শেষের দিকে। আগামীকাল বৃহস্পতিবার না হলেও শুক্রবারের মধ্যে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি