ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শুটিংয়ে ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন আলিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ২১ অক্টোবর ২০১৭

পাঁচ বছর হয়ে গেল করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র।  আলিয়া ভাট্ট, সিদ্ধার্থ মলহোত্র আর বরুণ ধবনের হাতেখড়ি হয়েছিল যে ছবিটা দিয়ে। আজকে তাঁরা সবাই সফল। ঝুলিতে একের পর এক হিট ছবি। নিজেদের প্রথম ছবির পাঁচ বছর পূর্তি উপলক্ষে করণের বাড়িতে হাজির হয়েছিলেন তিন জনই।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর শুটিং চলাকালীন আলিয়া, সিদ্ধার্থ এবং বরুণ তিন জনেই বেশ ছোট। আলিয়ার বয়স তখন ১৯। ছবির শুটিং চলাকালীন রীতিমতো রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন আলিয়া। আলিয়া নিজেই একটি রিয়্যালিটি শো’তে সোজাসাপটা জানালেন সেই কথা।

‘ইস্ক ওয়ালা লভ’ গানটিতে বরফের দৃশ্যে জ্ঞান হারিয়েছিলেন আলিয়া। লোকেশনের কনকনে ঠান্ডায় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন আলিয়া যে, এক-দু’বার নয়, ১৪ বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। আর সেই গানটাই ছিল ২০১২ সালের সেরা গান।

তবে এই চরিত্রটি আলিয়ার আগে জ্যাকি শ্রফের কন্যা কৃষ্ণা শ্রফকে অফার করেছিলেন কর্ণ। কৃষ্ণা না করায় আরও ৪৩২ জনের অডিশন নিয়েছিলেন পরিচালক। আর তার পরই চরিত্রটি আসে আলিয়ার কাছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/ এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি