ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শুভশ্রী এবার ছোট পর্দায়

প্রকাশিত : ১১:০৫, ১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

টালিউড অভিনেত্রী শুভশ্রী। বিয়ের পর প্রায় এক বছর পর্দায় দেখা যায়নি তাকে। অবশেষে বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরছেন অভিনেত্রী। তবে বড় পর্দায় নয়, ছোট পর্দায়।

স্টার জলসায় ‘এবার জমবে মজা’ রিয়েলেটি শো’র বিচারক হয়েছেন তিনি। এতে তার সঙ্গে আরও থাকছেন শিলাজিৎ এবং বিশ্বনাথ বসু।

এ বিষয়ে শুভশ্রী বলেন, ‘অনুষ্ঠানটির প্রযোজক শুভঙ্করের আইডিয়া আমার খুব পছন্দ হয়েছিল। বাচ্চাদের নিয়ে শো’তে সবসময় খুবই মজা হয়। সেজন্যই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়েছি।’

এদিকে টেলিভিশনের পাশাপাশি বড় পর্দায় কাজ শুরু করছেন এ অভিনেত্রী। আগামী মাসে রাজ চক্রবর্তীর নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন তিনি। সিনেমাতে তার বিপরীতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী।

এ ছাড়া কিছুদিনের মধ্যে পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর পরবর্তী সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন শুভশ্রী। এতে তার সহশিল্পী সোহম।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি