ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

শুরু হয়েছে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে আজ থেকে শুরু হয়েছে দেশের ২য় চা নিলাম কেন্দ্রের কার্যক্রম। দেশে চা উৎপাদন শুরুর প্রায় দেড়শ’ বছর পর সিলেটে চা নিলাম কেন্দ্র হওয়ায় খুশি সিলেটবাসী। এর মধ্যদিয়ে বাস্তবায়িত হলো সিলেটবাসীকে দেয়া প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি।

২০১২ সালের ২৯ ডিসেম্বর সিলেটে চা নিলাম কেন্দ্র স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিনের স্বপ্ন আর আকাঙ্খার বাস্তবায়ন। শুরু হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিলামে চা নিলাম।

এরইমধ্যে প্রায় সাড়ে ৫লাখ কেজি চা নিলামে তোলা হয়েছে। নিলামে অংশ নিয়েছেন দেশের ৭টি ব্রোকারেজ হাউজ ও শতাধিক বিডার।

আর চা মজুদে প্রস্তুত ওয়ার হাউজ। ব্রোকারেজ হাউজগুলোই স্থাপন করেছে ওয়ার হাউজগুলো।

নিলাম কেন্দ্রের ফলে ভালো মানের চা বিক্রির পাশাপাশি বছরে প্রায় দুশ’ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা সংশ্লিষ্টদের।

চা নিলাম কেন্দ্র চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বাগান মালিকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি