ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ক্রীড়াঙ্গন উজ্জ্বীবিত হয়ে উঠে

প্রকাশিত : ১৭:২২, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা বলেছেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী মানুষ। তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে এদেশের ক্রীড়াঙ্গন উজ্জ্বীবিত হয়ে উঠে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমন্ডলে আমাদের সোনার সন্তানেরা কৃতিত্বের সাক্ষর রাখতে সক্ষম হন।

সোমবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে,আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা এদেশের যুবসমাজকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ থেকে মুক্ত রাখার জন্য ইতোমধ্যে দেশব্যাপী ক্রীড়ার ব্যাপক উন্নতি ঘটিয়েছেন। সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তারই ধরাবাহিকতায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নিয়মিত বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে চলেছি।

ড. সেলিম তোহা আরও বলেন, এদেশের শিক্ষার্থী সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে এগিয়ে আসতে হবে। কারণ একজন কৃতি খেলোয়াড় একটি দেশের রাষ্ট্রদূতের মতো কাজ করেন। বর্তমান সময়ের খেলোয়াড়রা লেখাপড়া এবং খেলাধুলার মধ্য দিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে এবং প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে অংশগ্রহণের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর (ভার:) ড. মো.আনিছুর রহমান,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এ প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় রানার-আপ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় দলসহ ৯টি দল অংশগ্রহণ করে। ২৩ ফেব্রুয়ারি হতে এ প্রতিযোগিতা শুরু হয়।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি