ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

শেষ মুহূর্তে পেছাল সীমান্ত সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিমানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশে আসতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ প্রতিনিধিদল। ফলে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন শেষ মুহূর্তে পিছিয়ে গেল।

রোববার (১৩ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

এতে বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকা রুটে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার প্রেক্ষিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধি দল তাদের নিজস্ব বিমানে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের বিমানে কারিগরি সমস্যার কারণে তাদের প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না।

এই পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ থেকে (১৩-১৮ সেপ্টেম্বর) সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল তা আর করা যাচ্ছে না। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, পিলখানায় বিজিবির সদরদপ্তরের  অনুষ্ঠানে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের নতুন মহাপরিচালক রাকেশ আস্থানার।

এই সম্মেলনে সীমান্ত হত্যা, মাদকদ্রব্য, চোরাচালান ও তারকাটার প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা তৈরির বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি