শ্রদ্ধা ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ
প্রকাশিত : ১৭:১৮, ১৪ ডিসেম্বর ২০১৯

১৪ ডিসেম্বর, বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কের দিন। দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নিধনের মর্মন্তুদ স্মৃতিঘেরা বেদনাবিধুর ও বাঙালির মেধা-মনন-মনীষা শক্তি হারানোর দিন আজ।
বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে রায়েরবাজার বধ্যভূমিতে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকিত্সক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে প্রতিবছর নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়ে থাকে। এবছরও রাজধানীসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতির বিবেকদের স্মরণ করা হয়।
রাজশাহী: একাত্তরের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোষরদের হাতে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এ অঞ্চলের মানুষ। দিবসটি উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি পালিত হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেখানেও দোয়া করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন তারা।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক সাবেক কাজী আবদুল ওয়াদুদ দারাসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া: বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্বরণ করে এ জেলাবাসী। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে জেলা শহরের কাউতলী সৌধ হিরন্ময় চত্বর।
প্রথমেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার , পৌর মেয়র নায়ার কবিরসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পর তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
বাগেরহাট: জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। এদিন সকাল ৮টায় জেলা শহরের ডাকবাংলো ঘাটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন ও প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বরগুনা: আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক, পুলিশ, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গা: দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে শহীদ হাসান চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এসময় মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে।
কুমিল্লা: দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা নগর উদ্যানস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধারা। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এছাড়া মুক্তিযোদ্ধা সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ব ও শহীদ ডিসি সামছুল হক খান স্মৃতি ভাস্কর্য এবং শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ স্মৃতি ভাস্কর্যসহ বিভিন্ন স্মৃতিস্তম্ব ও ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।
গাজীপুর: সূর্যোদয়ের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। এ সময় জেলা ও মেট্রোপলিটন পুলিশ, জেলা পরিষদ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানো হয়।
সিরাজগঞ্জ: দিবসটির উপলক্ষে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থানীয় মুক্তির সোপানে প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ সামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, আওয়ামী লীগের সহ-সভপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাশ, সোহরাব আলী সিএনসি, গাজী ফজলার রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।
সাতক্ষীরা: দিবসটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শহরের সুলতানপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাকের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন জোয়াদ্দার, মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. জিল্লুল করিম, মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা শেখ মাগফুর আলী লালু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন প্রমুখ।
এআই/এসি
আরও পড়ুন