শ্রমিকদের অভিযোগের সহজ ঠিকানা এখন ১৬৩৫৭–এর আপগ্রেড ভার্সন
প্রকাশিত : ১৭:০৯, ২ জুলাই ২০২৫

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) এর শ্রম বিষয়ক হেল্পলাইন (১৬৩৫৭) এর আপগ্রেডে ভার্সন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এএইচএম সফিকুজ্জামান এই সেবার উদ্বোধন করেন।
শ্রম সচিব তার বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় এই আপগ্রেড হেল্পলাইন একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা ডাইফের সকল সেবাকে ধাপে ধাপে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছি। গত ২০২৪-২৫ অর্থবছরে এই হেল্পলাইনের মাধ্যমে ৬,১৯৬টি অভিযোগ প্রাপ্তির মধ্যে ৪,৮৩৮টি সফলভাবে নিষ্পত্তি করা হয়েছে। শ্রম বিষয়ক হেল্পলাইন (১৬৩৫৭) এর আপগ্রেডেড ভার্সন চালুর মাধ্যমে দ্রুততম সময়ে আরও অধিক সংখ্যক সেবা প্রদান করা সম্ভব হবে।
শ্রম সচিব আরও বলেন টোল-ফ্রি নম্বর (১৬৩৫৭) সার্বক্ষণিক বিনামূল্যে সেবা প্রদান করে।
এ সেবার আওতায় শ্রমিকদের বেতন/মজুরি সংক্রান্ত, প্রসূতি কল্যাণ সুবিধা, অন্যায়ভাবে বরখাস্ত, কর্মসংক্রান্ত সুবিধা (সার্ভিস বেনিফিট), কর্মক্ষেত্রের নিরাপত্তা সংক্রান্ত, শ্রমিক-মালিক বিরোধ, কর্মঘণ্টা ও ছুটির বিষয়, শিশুশ্রম প্রতিরোধ, শ্রম সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাইফের মহাপরিদর্শক জনাব ওমর মোঃ ইমরুল মহসিন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এসএস//
আরও পড়ুন