ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

শ্রাবন্তী ভক্তদের জন্য সুখবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নতুন সংসারে বেশ আনন্দে আছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বর রোশন সিং-এর সঙ্গে বিয়ের পর মধুচন্দ্রিমায় গিয়ে একান্তে সময় কাটিয়ে এসেছেন। সংসারের পাশাপাশি কাজের ব্যস্ততাতো আছেই, এরই মধ্যে নতুন খবর জানালেন অভিনেত্রী।

‘বিক্ষোভ’ নামের একটি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করবেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনী। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তৈরি হচ্ছে এই সিনেমা। এই সিনেমাতে অভিনয়ের জন্য ইতিমধ্যে চুক্তিতেও সই করে দিয়েছেন অভিনেত্রী। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এদিকে, বিয়ের পর থেকে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী-রোশন বিশেষ বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করছেন। তারা যে একে অপরের সঙ্গে বেশ মানিয়ে গেছেন তা তাদের এসব ছবি দেখলেই বোঝা যায়।

এদিকে স্বামী রোশনের অনুপ্রেরণায় শরীরচর্চায়ও মনোনিবেশ করেছেন অভিনেত্রী। রোশনের সঙ্গে দাম্পত্য সম্পর্কের মাত্র কয়েকটা মাস কেটেছে। এখনও সম্পর্কের উষ্ণতা প্রথম দিনের মতোই। তারই মাঝে অনুরাগীদের সুখবর শোনালেন শ্রাবন্তী।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি