ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবী কন্যা খুশির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ১৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:১৮, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কপূর। দিদি জাহ্নবী এখন প্রথম ছবি নিয়ে ব্যস্ত। সেই সময় বোনের ছবি হঠাৎ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গ্যালারির পাতায় রইল খুশির সেই নজরকাড়া ছবি।

রোববার একটি জমকালো পার্টিতে গিয়েছিল খুশি। সেলিব্রিটি স্টাইলিস্ট তনয়া ঘাবড়ি খুশির এই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। খুশিকে এমন গ্ল্যামারাস লুকে এর আগে খুব একটা দেখা যায়নি। একেবারে উঠতি কোনও মডেল বা বলি ডিভাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে খুশি।

পার্টিতে খুশি পরেছিলেন একটি ফ্লোর সুইপিং গাউন। ডিজাইনার ফাল্গুনী ও শেন পিককের এই পোশাকের সঙ্গে কস্টিউম জুয়েলারির সাজে নজর কেড়েছে তার লুক।

শ্রীদেবীর ছোট মেয়ে খুশির বয়স ১৭। মুম্বইতে ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে সে। সেই স্কুলেরই পার্টি ছিল এটি।

তথ্যসূত্র: আনন্দবাজার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি