ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রকাশিত : ১৪:১২, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সেলিনা আক্তার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার গিলারচাল গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিনা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের মেয়ে বলে জানা গেছে। তিনি ওই গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতা কারখানায় চেকার পদে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, মঙ্গলবার সকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা। এ সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরণ হয়ে আগুন মুহূর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা অন্য লোকজন বের হতে পরালেও সেলিনা বের হতে পারেননি। পরে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি