ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

শ্রীলঙ্কায় আবারও হামলা হতে পারে : যুক্তরাষ্ট্রের সতর্কতা

প্রকাশিত : ১৪:০৩, ২২ এপ্রিল ২০১৯

শ্রলঙ্কায় আবারো সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কায় গতকালের  ভয়াবহ হামলার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ভ্রমণবিষয়ক সতর্কতা সংশোধন করেছে।   যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববারই  সংশোধিত সতর্কতা জারি করা হয়। গতকালের হামলার ঘটনার পরও সন্ত্রাসীরা আরও হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছ মার্কিন পররাষ্ট্র দপ্তর , সন্ত্রাসীরা নূনতম সতর্কতা বা সতর্কতা ছাড়াই শ্রিলঙ্কায় হামলা চালাতে পারে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ।

উপাসনালয়, পর্যটন স্থান, পরিবহনের কেন্দ্রস্থল, হোটেল,  বিপণিবিতান,, বিমানবন্দর সহ যে কোন  জনবহুল স্থানে হামলা হতে পারে বলে।  সতর্কতায় বলা হয়েছে,

গতকাল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার ৩টি গির্জা, ৩টি হোটেলসহ অন্তত ৮টি স্থানে পরপর বোমা হামলা হয়। হামলায় নিহত হয়েছ ২৯০ জন ব্যক্তি ।  নিহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে ৩৬ জন । আহত হয়েছে ৫  শতাধিক।

শ্রিলঙ্কায় হামলার ব্যাপারে সরকার স্পষ্ট করে কিছু বলেনি, হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি