ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সংলাপে অংশ নিতে গণভবনে ৩৬ নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ৬ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করেছেন ইসলামি ৮টি দল ও জোটের শীর্ষ ৩৬ নেতা। সরকারের সঙ্গে সংলাপে অংশ নিতে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে তারা গণভবনে পৌঁছান।

সংলাপ অংশ নিতে আসা ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বলেন, একটা সুষ্ঠু ও নির্বাচনের জন্য আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। আমরা আমাদের দাবিগুলো তার কাছে তুলে ধরবো।

জানা গেছে, ৮টি দল ও জোটের ৩৬ জন নেতা সংলাপে অংশ নিতে গণভবনে প্রবেশ করেন। এদের মধ্যে ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীসহ ১২ জন, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান বদরুদ্দোজা সুজাসহ তিনজন, বাংলাদেশ জালালি পার্টির চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালিসহ তিনজন, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি মাওলানা জিয়াউল হাসানসহ ৪ জন, বাংলাদেশ জাতীয় ইসলামী জোটের চেয়ারম্যান গোলাম মোর্শেদ হাওলাদারসহ ৪ জন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমীর ফয়সলসহ ৩ জন, আশিক্কীনে আউলিয়া ঐক্যপরিষদ বাংলাদেশের সভাপতি সাইয়েদ আলম নূরী সভাপতিসহ তিনজন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহসহ ৪ জন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি