ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সংসদে ক্ষমা চাইলেন রাঙ্গা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১৩ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:২৪, ১৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে বক্তব্যের জন্য  জাতীয় সংসদে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি একটা ভুল করেছি। এ জন্য এই সংসদে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। ওই দিন ‘গণতন্ত্র দিবস’ নিয়ে আমরা একটা ছোট সভা করছিলাম। একই দিন ছিল নূর হোসেন দিবসও। পুরান ঢাকা থেকে আমাদের কিছু লোক আসার সময় নূর হোসেন চত্বরে শুনতে পান, এরশাদকে গালাগালি করা হচ্ছে। ‘এরশাদের দুই গালে, জুতো মারো তালে তালে’ এমন কথা শোনার পর তারা এসে সেটা আমাদেরকে বলেন। আমি তাদেরকে তখন শান্ত থাকতে বলি। এ সময় আমি কিছু কথা বলি। এজন্য আমি নূর হোসেনের পরিবারের কাছেও ক্ষমা চেয়েছি।’

জাপা মহাসচিব বলেন, ‘আমার দল যদি ক্ষমতায় আসতো তবুও আমি মন্ত্রী হতে পারতাম না। প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী করেছেন। আমাকে অনেক স্নেহ করতেন, ভালো বাসতেন। তার সঙ্গে আমার এই ভালো সম্পর্কই থাকবে বলে মনে করি। কাউকে কটাক্ষ করে কিছু বলতে চাই না। আমার বলায় ভুল হতে পারে।’ তিনি বলেন, ‘এরশাদ গুলি করে মারুন বা না মারুন, এটি সত্য যে, নূর হোসেন মারা গেছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে আমি কোন আপত্তিকর মন্তব্য করিনি। আমি এই সংসদে দাঁড়িয়ে অজস্রবার জয়বাংলা বলেছি। অজস্রবার জাতির পিতা বলেছি। জাতির পিতা নিয়ে যদি আমি কোনও রকম ভুল বলে থাকি, তার জন্য ক্ষমাপ্রার্থী। নিঃশর্ত ক্ষমা চাচ্ছি।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি