ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সংসদে ৬টি বিলের রিপোর্ট উপস্থাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ সহ ৬টি বিল সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ উপস্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সভাপতিগণ ও দায়িত্বপ্রাপ্ত সদস্য রিপোর্টগুলো পৃথকভাবে উপস্থাপন করেন। রিপোর্টে বিলগুলো সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

রিপোর্টের মধ্যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল,২০২০ এর রিপোর্ট আনেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল,২০২০ ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল,২০২০ এর রিপোর্ট আনেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল,২০২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল, ২০২০, ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ এর রিপোর্ট আনেন শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ মতিন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি