ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সংসার টেকানোর টোটকায় কী বললেন ঐশ্বরিয়া?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

এই সময়ে সম্পর্কের রসায়ন একদম তলানিতে গিয়ে ঠেকেছে। দিনে দিনে কমছে একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা। সেখানেই উদাহরণ সৃষ্টি করেছেন বিশ্ব সুন্দরী বলিউডের জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন। ১৫ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েও সব সময়ে হাসিমুখে দেখা মিলেছে তাকে। কিন্তু কী সেই মন্ত্র যাতে ধরে রাখা যায় সম্পর্কের বন্ধন? এবার সে বিষয়ে জানালেন ঐশ্বরিয়া।

একে তো সৌন্দর্যের প্রতিমূর্তি, তার উপর টিনসেল নগরীর অন্যতম চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া। ৯০এর দশকে সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে পা রেখেছিলেন তিনি। কয়েক বছরের মধ্যেই সমকালীন শীর্ষ অভিনেত্রী হিসাবে জায়গা করে নেন। ‘হম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘গুরু’-র মতো সিনেমাতে তার উপস্থিতি দর্শকের মন কেড়ে নেয়।

তবে, শুধু সফল কর্মজীবন নয়, নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও সমান আগ্রহী অনুরাগীরা। এক পত্রিকার সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিশ্বাস রাখুন। হৃদয়, মন, এবং আত্মা সব কিছু দিয়ে ভরসা রাখুন। যে ভাবেই হোক শরীরও সেই পথই অনুসরণ করবে! আর হ্যাঁ, নিজের প্রতি নিজে নির্মম ভাবে সৎ হন। নিজেই নিজের বন্ধু হন। বাস্তব অভিজ্ঞতা থেকে শিখুন, সেই শিক্ষাই জীবনে পাথেয় হবে।”

তবে বিয়ে নিয়ে যে এ প্রজন্মের মধ্যে এত অবিশ্বাস, অনীহা দেখা দিচ্ছে, সে বিষয়ে কী মত বিশ্ব সুন্দরীর?
এ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আপনি বিয়ে বলতে যা বোঝেন বিয়ে আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। বিদ্বেষীদের বিশ্বাস করবেন না। মানুষ এত দিন ধরে বিয়ে নিয়ে ঠাট্টা-তামাশা করেছে, তাই সহজে ধারণা বদলানো মুশকিল। তবে এটুকু বলতে পারি এতে দারুণ মজা। তবে বিয়ে তখনই করুন, যখন আপনি সঙ্গীকে নিয়ে ৫০০ শতাংশ নিশ্চিত হন। যদি এতটুকুও সংশয় থাকে, অবিশ্বাস থাকে, তা হলে বিয়ে করবেন না।”

এক সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, স্বামী অভিষেকের সঙ্গে সিনেমা করার ইচ্ছে রয়েছে তার। কিন্তু উপযুক্ত চিত্রনাট্যের অভাবে তা সম্ভব হচ্ছে না।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি