ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সকল ষড়যন্ত্রের জবাব হচ্ছে পদ্মা সেতু নির্মাণ: নৌপরিবহন প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৭:৫৩, ১০ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন।

তিনি বলেন, দেশ এখন সমগ্র বিশ্বে এক উচ্চতার আসনে অধিষ্ঠিত হয়েছে। পদ্মা সেতুর সর্বশেষ ৪১তম স্প্যান বসানোর এ অনুভূতি প্রকাশ করার মত নয়, সমগ্র দেশবাসি পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।

প্রতিমন্ত্রী আজ বৃহষ্পতিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ প্রত্যক্ষ শেষে এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা। তাঁর আলোয় আলোকিত হচ্ছে দেশ। তিনি পদ্মাসেতু রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, চার লেন- ছয় লেনের মহাসড়ক, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছেন। বঙ্গবন্ধু সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গকে মূলভূখন্ডের সাথে যুক্ত করছিলেন। পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১ টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী।

এর আগে প্রতিমন্ত্রী শিমুলিয়া ফেরিঘাট এলাকায় নির্মিতব্য তীররক্ষা কাজের স্থান পরিদর্শন করেন। তিনি নৌপথে শিমুলিয়া ফেরিঘাট থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ীস্থ ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার বিভিন্ন স্থানে ড্রেজিং কাজ পরিদর্শন করেন।

এছাড়াও প্রতিমন্ত্রী পরে কাঁঠালবাড়ীরস্থ ইলিয়াস আহম্মেদ চৌধুরী ফেরিঘাট এলাকার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি