ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

সকলের সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো: জায়েদা খাতুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪১, ২৮ মে ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো।  

তিনি বলেন, ‘সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়েনের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।’

আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জায়েদা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন। 

এরআগে পুত্র গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি