ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

সত্যেন সেনকে স্মরণ করলো উদীচী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৩, ৫ জানুয়ারি ২০১৮

সত্যেন সেনের দেখানো পথে কাজ করার অঙ্গীকার করার মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনকে স্মরণ করলো উদীচী। সত্যেন সেন-এর ৩৭তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার সন্ধ্যায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা আয়োজন করে ঢাকা মহানগর সংসদ।

সভায় সভাপতিত্ব করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অধ্যাপক এ এন রাশেদা। আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, সিদ্দিক আহমেদ, নিবাস দে, অমিত রঞ্জন দে, সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

বক্তারা সত্যেন সেন-এর স্মৃতিচারণ করা ছাড়াও তার সাহিত্যকর্ম ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনা করেন। তার দর্শন ও চিন্তার প্রয়োগিক দিকগুলো নিয়ে কথা বলেন তারা। বক্তারা বলেন, সত্যেন সেন প্রদর্শিত পথে চলে কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে উদীচীকে সবসময়ই অবিচল থাকতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি