ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

সন্তানকে মানুষ করার কৌশল বই পড়ে শিখছেন রণবীর-আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৮ সেপ্টেম্বর ২০২২

সন্তানকে মানুষ করবেন কী ভাবে? বই পড়ে শিখছেন রণবীর-আলিয়া, চলছে ঝগড়াঝাঁটিও! একটি সাক্ষাৎকারে বইটির কথা জানিয়েছেন রণবীর-আলিয়া। অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রণবীররা। সেখানেই রণবীর জানান, আলিয়া শিশুপালন বিষয়ক একটি বই পড়ছেন।সন্তান আসার আগে জোরকদমে চলছে প্রস্তুতি।

নতুন অতিথি আসছে, তার জন্য ঘর সাজাচ্ছেন রণবীর কাপূর, আলিয়া ভাট। শুধু ঘর নয়, সন্তানের জন্য নিজেদেরও প্রস্তুত করছেন তারকা-যুগল। বই পড়ে শিখছেন, কী ভাবে সন্তানের পরিচর্যা করতে হয়।

একটি সাক্ষাৎকারে সম্প্রতি বইটির কথা জানিয়েছেন রণবীর-আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রণবীররা। সেখানেই তাদের নতুন জীবন নিয়ে আলোচনা হয়। রণবীর জানান, সন্তান আসার আগে নিজেদের কী ভাবে তারা প্রস্তুত করছেন। হবু মা আলিয়া সন্তান পালনের জন্য একটি বই পড়ছেন বলেও জানান তিনি। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নাকি ছোটখাটো ঝগড়াও চলছে।

রণবীর ওই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘একটা বই আছে, যেটা আলিয়া পড়ে ফেলেছে। এখন ও চায়, বইটা আমিও পড়ি। এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলছে। আমি বইটা ৩০ শতাংশ পড়েছি। ওকে বলেছি, আমরা আমাজের সন্তানকে কী ভাবে মানুষ করব, সেটা বই পড়ে শেখা যাবে না। আমাদের নিজেকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, শিখতে হবে।’

চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। কয়েক বছরের প্রেম গড়িয়েছে বিয়ের পিঁড়িতে। তার কিছু দিনের মধ্যেই সুখবর শুনিয়েছিলেন তারকা-দম্পতি। খুব শীঘ্রই তাদের কোল আলো করে আসছে নতুন অতিথি। তার জন্য ঘরও সাজিয়েছেন হবু মা-বাবা। কী ভাবে সন্তানকে বড় করবেন, কী শিক্ষা দেবেন, সবটাই বই পড়ে শেখার চেষ্টা করেছেন আলিয়া। রণবীরও সেই বই কিছুটা পড়েছেন।

ওই সাক্ষাৎকারেই আলিয়ার এক ‘বদ অভ্যাস’-এর কথাও ফাঁস করেছেন রণবীর। জানিয়েছেন, রাতে সোজা ভাবে কিছুতেই শুতে পারেন না তার স্ত্রী। এক বার ঘুমিয়ে পড়লে বেঁকে যেতে শুরু করেন। ঘুমের ঘোরে রণবীরকে ঠেলে সরিয়ে দেন বিছানার এক কোণে। তার এই অভিযোগ শুনে খিলখিলিয়ে হেসে উঠেছেন পর্দার ‘গঙ্গুবাই’।

সূত্র:


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি