ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০০, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

রিয়াদে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পবিত্র মক্কা-মদিনার দুই মসজিদ হুমকিতে পড়লে বাংলাদেশ প্রয়োজনে সেনাবাহিনী পাঠাতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।
সৌদি বাদশাহর আমন্ত্রণে ‘আরব ইসলামিক আমেরিকান সামিটে’ যোগ দিতে ২০ মে রিয়াদে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ মে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। আরব ও বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেয়ার কথা রয়েছে।
শীর্ষ সম্মেলনে বাংলাদেশের অবস্থান কি হবে তা, জানাতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। তিনি জানান, সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিষয়ে প্রস্তাব দেবেন শেখ হাসিনা।
সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ অন্যান্য বিশ্বনেতাদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাত হওয়ারও কথা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি সামরিক জোটে সেনা না পঠানোর বিষয়ে বাংলাদেশের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে মক্কা ও মদিনায় দুই মসজিদ হুমকিতে পড়লে সৌদি আরবের সহযোগিতায় প্রয়োজনে সেনাবাহিনী পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি