সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকাশক্তি ঠেকাতে সোচ্চার থাকতে প্রধানমন্ত্রীর আহবান
প্রকাশিত : ২০:৩২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:৩২, ২১ মার্চ ২০১৭
সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকাশক্তি ঠেকাতে সবাইকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মাগুরায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। আসছে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জনসেবার সুযোগ দেওয়ার আহবান জানান। এর আগে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৯টির ভিত্তিপ্রস্তার স্থাপন করেন প্রধানমন্ত্রী
মাগুরা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো স্টেডিয়াম তখন কানায় কানায় পূর্ণ এক জনসমুদ্র, শ্লোগানে শ্লোগানে মুখরিত চারদিক।
উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন মাগুরাবাসী অচিরেই রেললাইনও দেখবে।
সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদকাশক্তি ঠেকাতে সবাইকে সোচ্চার থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এই পথ থেকে যারা ফিরে আসাবে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতেও বলেন শেখ হাসিনা।
বাংলার মাটিতে যুদ্ধাপরাধী থেকে শুরু করে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোনো ঠাঁই হবে না বলেও হুশিয়ারী করেন প্রধানমন্ত্রী। বিএনপি-জমায়াতের কর্মকান্ডের কড়া সমালোচনাও করেন তিনি।
এসময় শেখ হাসিনা দেশের ক্রমবর্ধমান উন্নয়নকে অব্যহত রাখতে আসছে নির্বাচনেও আওয়ামীলীগের জন্য ভোট চান।
এর আগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন