সন্ত্রাস মোকাবেলায় দক্ষীন এশীয় প্রতিবেশী রাষ্ট্রের আইনশৃংখলা বাহিনী যৌথভাবে কাজ করার ঘোষনা
প্রকাশিত : ১৩:১৫, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:১৫, ১৪ মার্চ ২০১৭
সন্ত্রাস মোকাবেলায় দক্ষীন এশীয় প্রতিবেশী রাষ্ট্রের আইনশৃংখলা বাহিনী যৌথভাবে কাজ করার ঘোষনা দিয়েছে।
দুপুরে রাজধানীর সোঁনারওগাও হোটেলে সন্ত্রাস-জঙ্গিবাদ-আন্তঃদেশীয় অপরাধ দমনে দক্ষীন এশীয় ও ১৪টি প্রতিবেশী রাষ্ট্রের পুলিশ প্রধানের সম্মেলনের সমাপনীতে এ ঘোষনা দেয়া হয়। এসময় আন্তঃদেশীয় সন্ত্রাস মোকাবেলায় একই নীতি অবলম্বনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান হয়। সন্ত্রাসের সাম্প্রতিক চরিত্র, যৌথ দমন নীতি, পারস্পরিক তথ্য বিনিময়, সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে পারস্পরিক সহায়তা এবং অংশিদারিত্বের ভিত্তিতে দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সম্মেলনে।
আরও পড়ুন