ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সন্ত্রাসের শীর্ষ মদদদাতা কাতার, মন্তব্য করেছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩২, ১১ জুন ২০১৭

কাতারকে সন্ত্রাসের শীর্ষ মদদদাতা দেশ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে কাতারের ওপর চাপ বাড়াতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৭ দেশ। তবে আইনি লড়াইয়ে যাবার হুশিয়ারি দিয়েছে কাতার।
মধ্যপ্রাচ্য সফরের সময়ই কাতারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন মার্কিন প্রেসিডেন্ট। রিয়াদে আরব-ইসলামিক-আমেরিকান সামিটে অংশ নেয়ার সময়ই সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোকে সহায়তা করার আশ্বাস দেন তিনি।
হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে এমটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কাতার বিরোধী পদক্ষেপে আরব দেশগুলোর পাশে থাকবেন তিনি।
এদিকে কাতারের ওপর একের পর এক চাপ প্রয়োগ করে যাচ্ছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৭টি দেশ। টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে কাতারবিরোধী প্রচারণা।
এছাড়া কাতারের ওপর চাপ বাড়াতে কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে সৌদি জোট। শনিবার তুরস্ক সফর করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মেদ আল খালিফা। তবে শুরু থেকেই কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা।
এদিকে পবিত্র মক্কার মসজিদ আল-হারামে প্রবেশে কাতারি নাগরিকদের বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে।
সম্পর্কচ্ছেদকারী আরব দেশগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে কাতার। অবরোধের ক্ষতিপূরণ আদায়ে পরামর্শ নিতে, একটি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ দিচ্ছে দোহা। তবে কাতারে খাবার সরবরাহে ইরানের পর এবার সহযোগিতার হাত বাড়িয়েছে তুরস্ক।

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি