ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সন্দ্বীপে সমবায় দিবস উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  আজ ২৫ নভেম্বর ৪৭তম জাতীয় সমবায় দিবস এর আলোচনা সভা উপজেলায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হুদার সভাপতিত্বে ও রুপালী ক্রেডিট কো-অপারেটিভ এর শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম টিটুর সঞ্চালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রহিম মোহাম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাঈন উদ্দীন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমীর হোসেন, ব্যাংকার কাজী শামসুল আহসান খোকন, মেঘনা সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ এর ম্যানেজিং ডিরেক্টর বাদল রায় স্বাধীন, সমবায়ী নুরুল আমিনসহ অন্যান্য সমবায়ীবৃন্দ।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি