ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৫২, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৫৭, ১৪ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের ওপর ভরসা রেখে আগামী দিনেও সব নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে লক্ষ্মীপুরে জেলা ষ্টেডিয়ামের জনসভায় তিনি এ আহবান জানান। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত দেশগড়ার পাশাপাশি জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। এর আগে তিনি ১৭ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১০টি স্থাপনার উদ্বোধন  করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার লক্ষ্মীপুরে জেলা ষ্টেডিয়ামে পৌছালে স্বাগত জানান অপেক্ষায় থাকা হাজারো মানুষ। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে স্টেডিয়ামসহ আশপাশের এলাকা। প্রধানমন্ত্রী তার ভাষনে তার সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। সেই বিএনপি ও খালেদা জিয়ার কর্মকান্ডের কড়া সমালোচনা করেন। বলেণ, বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরপাদ নয়। প্রধানমন্ত্রী অভিভাবক ও ধর্মীয় নেতাদেরকে নিজ নিজ এলাকার ছেলে-মেয়েদের খোঁজÑখবর রাখতে বলেন। নতুন প্রজন্ম যেন  জঙ্গিবাদের পথে না যায় সেদিকে সজাগ ও সচেতন থাকারও আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময়ই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে। আগামী দিনেও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। লক্ষ্মীপুরবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে যাতে কাদা-পানির পথে না হাঁটতে হয় সেজন্য প্রতিটি ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাস্তা করে দেয়া হবে। এর আগে লক্ষ্মীপুরে জেলা ষ্টেডিয়ামে পৌছে এলাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি