ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

সমকামীর ভূমিকায় কঙ্কনা সেন শর্মা (ভিডিও)

প্রকাশিত : ১৫:২৬, ৪ জুন ২০১৯ | আপডেট: ১৫:৪০, ৪ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তি পেতে যাচ্ছে পরিচালক তনুজা চন্দ্রের নতুন চলচ্চিত্র ‘অ্যা মনসুন ডেট’। সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা। সিনেমার বিষয়বস্তুতে উঠে আসবে সমকামীতা।

পরিচালক তনুজা চন্দ্র বলেন, ‘শর্ট ফিল্ম এমন একটা মাধ্যম যার মধ্যমে স্বাধীনতা, সমতা এই বিষয়গুলো খুব ভালোভাবে তুলে ধরা যায়। এখানে অনেককিছুই দেখানো যায়, যেগুলো হয়তো পূর্ণ দৈর্ঘ্যের সিনেমাতেও দেখানো সম্ভব হয় না। এই সিনেমার দৈর্ঘ্য যেহেতু ছোট, তাই হয়তো অনেক ক্ষেত্রে আফশোস ও অনুশোচনার জায়গা থাকে। তবে এই শর্ট ফিল্মের মাধ্যমেই সমাজের সমস্যাগুলো আলো খোলামেলাভাবে, সহজভাবে পরিচালক তুলে ধরতে পারেন।’

‘অ্যা মনসুন ডেট’র সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গজল ধানিওয়াল, যিনি এর আগে সোনম কাপুর, অনিল কাপুর অভিনীত ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’-র মতো সিনেমার চিত্রনাট্যও লিখেছেন। ওই সিনেমার বিষয়বস্তুতেও উঠে এসেছিল সমকামী প্রেম। 

‘অ্যা মনসুন ডেট’-সিনেমার গল্পটাও এক নারীকে ঘিরেই আবর্তিত। যে তার জীবনে গোপন রহস্য তার ভালোবাসার মানুষকে জানবে।

ইতিমধ্যেই তনুজা চন্দ্রের এই সিনেমাটি উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ডিএফডব্লিউ সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।

এদিকে ৫ জুন ‘ইরোস নাও’ নামক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছি সিনেমাটি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি