সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে বেশি করে বই পড়ার পরামর্শ
প্রকাশিত : ১৭:৩৩, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৩৩, ১৮ মার্চ ২০১৭
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা অর্জনে বেশি করে বই পড়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা।
দুপুরে চট্টগ্রাম এনায়েত বাজার মহিলা কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য জিয়াউদ্দীন বাবলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীন আখতারসহ অন্যরা বক্তব্য রাখেন। একজন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও শিক্ষার্থীদের জ্ঞান আহরণের পরামর্শ দেন বক্তারা। আর এক্ষেত্রে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে বলে জানান তারা।
আরও পড়ুন