ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সম্রাট ও সাংসদ শাওনের ব্যাংক হিসাব জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যাংক হিসাব নাম্বার স্থগিত করা হয়েছে। পাশাপাশি শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীরও হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি) বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) তাদের হিসাব বন্ধে চিঠি দেয়।

বাংলাদেশ ব্যাংক চিঠি পাওয়ার পর দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে হিসাব জব্দ করার বিষয়ে চিঠি পাঠায়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এক কর্মকর্তা বলেন, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীর ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন স্থগিত করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। এছাড়া আরও যাদের নাম আসছে তাদেরও ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া, জিকে শামীম ও সফিকুল আলম ফিরোজ এর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি তাদের স্ত্রী, মা বা স্বার্থসংশ্লিষ্ট অন্য যেকোনও নামে হিসাব থাকলে তা-ও স্থগিত করা হয়েছে।    

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি