ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সরকার উন্নয়ন করে যাচ্ছে: শাজাহান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আমদানি-রফতানি সহজ করার লক্ষ্যে সরকার বন্দর এবং রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর রোববার ঢাকার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত আইবিএফবি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এস সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের অবস্থানেরও পরিবর্তন হয়েছে, পরিবর্তিত অবস্থায় দেশের বন্দর ,রেল, বিমানবন্দর,রাস্তা,ঘাট ও যোগাযোগের সুবিধা বৃদ্ধি করা না গেলে ব্যবসা বাণিজ্যের গতি শ্লথ হবে যার ফলে অর্থনৈতিক উন্নয়ন টেকসই হবে না সেই ধারনা থেকে আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে আই বি এফ বি ’র সদস্যবৃন্দ, কুটনৈতিক মিশনের সদস্য, বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের কর্মকর্তা, সরকারিরা কর্মকর্তা অংশগ্রহণ করেন।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বর্তমান সরকারের সময়ে বন্দরসমূহ এবং রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। গত ১০ বছরে চট্টগ্রাম বন্দর ঘুরে দাড়িয়েছে। এ সময়ে বন্দরের জন্যঅনেক যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে এবং এ বছরও ১০টি ক্রেন সংগ্রহ করা হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি