ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সরকার ও বিচারবিভাগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সরকার ও বিচারবিভাগের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কাকরাইলে জাজেস টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন, প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে প্রধান বিচারপতি অভিযোগ করেন, একটি মহল সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে।

রাজধানীর কাকরাইলে বিচারপতিদের জন্য নবনির্মিত বহুতল ভবন-’জাজেস টাওয়ার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মোনাজাতে অংশ নেন তিনি।

পরে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার অগ্রযাত্রা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রের সব অঙ্গের মধ্যে সুষম সমন্বয়, সম্পর্ক ও সমঝোতা প্রয়োজন। যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।

এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তৃতায় বলেন, একটি মহল সরকার ও বিচার বিভাগের মধ্যে দুরত্ব তৈরির ষড়যন্ত্র করছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বিচারবিভাগ নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।


আরও দেখুন ভিডিওতে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি