ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

সরকারি চাকরিজীবী অধিকার ফোরামের ৮ দফা দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৯ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৮:৪৫, ২৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সারাদেশে একযোগে কর্মবিরতি, গণস্বাক্ষর কর্মসূচী, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিসহ ৮ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে সরকারি চাকরিজীবী গ্রেড ১১-২০ অধিকার ফোরাম। আজ শুকরোবার দলের এক আলোচনা সভায় এই ঘোষণা দেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান। তিনি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা। যে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদলয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য জেল খেটেছেন। তাই তার কন্যা শেখ হাসিনার কাছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায় হবে বলেই বিশ্বাস করে এই সংগঠন। তিনি জোর দিয়ে বলেছেন তাদের এই যৌক্তিক দাবি পূরণ করা না হলে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে নতুন করমসূচি দেয়া হবে। 

রাজধানীর সেচ ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের ৮ দফা দাবি যৌক্তিক। তাই এই দাবি বাস্তবায়নে একজন সংসদ সদস্য হিসেবে সংসদে তিনি ভূমিকা রাখবেন বলে ঘোষণা দেন। বলেন, এই দাবি আদায়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবেন তিনি। একইসাথে নজরুল ইসলাম বাবু আরো বলেন, বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে যদি শতভাগ সেবা নিশ্চিত করতে হয় তাহলে তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার সংরক্ষণ জরুরী। বাংলাদেশ নামক রাষ্ট্রের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সেবা নিশ্চিত করতে ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল্যায়ন করতে হবে। তাদেরকে অবমূল্যায়ন করে সরকারি প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত সম্ভব নয়। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সরকারি চাকরিজীবীদের বিশেষ করে ১১-২০ গ্রেডের কর্মচারীদের গুরুত্ব সবার আগে বিবেচনা করতে হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন ফোরামের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ফাহাদুর রহমান রাজু, সিনিয়র সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ রফিকুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।

আলোচনা সভা শেষে ঢাকা মহানগর নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়।  নবনির্বাচিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ ছারোয়ার হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক জনাব আসাদুজ্জামান পান্না, যুগ্ন সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম ও মোঃ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদ উল্লাহ। 
 
উল্লেখ, ১১ থেকে ২০ গ্রেড এর সকল সরকারী চাকুরিজীবিদের বেতন-ভাতার যৌক্তিক ভারসম্য আনতে ১৯ জুলাই ২০১৯ তারিখে জন্ম নেয় সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায়ের এই ফোরাম। 

সেই সাথে সরকারী চাকরী পদ্ধতিতে যুগ উপযোগী সংস্কার আনার জন্য এটি বড় প্লাটফরম হিসেব কাজ করছে। এক কথায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমস্ত নিয়ম কানুন এর আলোকে সরকারি চাকুরিতে শৃঙ্খলা আনার জোর দাবী এবং অধিকার আদায়ের ফোরাম এটি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি