ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

‘সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ২৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেই আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

এছাড়া সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এইসব কথা বলেন। 

সরকার ইসির পর নির্বাচনে গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ দাবি করে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘গত ৩ নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য কথা বলেনি। আর কাউকে কাউকে বাধ্য করা হয়েছিল সত্য না বলতে।’

নতুন নির্বাচন কমিশনের বিষয়ে বদিউল আলম বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।’

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান বলেন, ‘ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে তা সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘পুরনো স্বৈরাচারী সংস্কারে ফিরে না যাওয়ার জন্যই সংস্কার দরকার। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। তরুণদের কাছ থেকে শিখলে পরাজয়ের কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ তৈরি হওয়ার দরকার। যেখানে কি কি সংস্কার হবে এবং কেমন সময় লাগবে তা উঠে আসবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচন কবে হবে তা নির্ধারণ হওয়া দরকার।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি