ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

সরকারের সহায়তা চায় এয়ারলাইন্সগুলো (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ৮ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

জ্বালানি এবং পার্কিং চার্জসহ অ্যারোনটিক্যাল, নন-অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ চায় বিমান সংস্থাগুলো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, তাদের দাবি প্রস্তাব আকারে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ব্যবস্থা নেয়া হবে। আর অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, মন্দা কাটাতে সরকারের উচিত সংস্থাগুলোর পাশে দাঁড়ানো।

করোনাকালে আর সবকিছুর মতো ক্ষতিগ্রস্ত অ্যাভিয়েশন খাত। প্রায় ছয় মাস বন্ধই ছিলো। এই সময়ে একেবারেই খাদের কিনারায় এসে ঠেকে খাতটি।

এর পর স্বাস্থ্যবিধি মেনে চলাচল শুরু হলেও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এভিয়েশন খাত। এরই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, নভোএয়ার এবং রিজেন্ট এয়ারওয়েজ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। করোনাকালের ক্ষত কাটানোর চেষ্টা করছে এই বিমান সংস্থাগুলো। এ অবস্থায় সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে এয়ারলাইন্সগুলো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন বলেন,  ২০১৪ থেকে ২০১৮ এই সময়ের পাওনা টাকা পাবে ইপিসি, পদ্মা অয়েল। সেটি বিবেচনা করা হচ্ছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, অন্যান্য দেশের তুলনায় অ্যারোনটিক্যাল চার্জ আমরা বেশি পে করে থাকি। আমাদের টিকে থাকার জন্য এই চার্জেসগুলো কমানো দরকার। 

বিমান সংস্থাগুলোর দাবিগুলো সরকার ইতিবাচক হিসেবেই দেখছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের সহায়তায় তাদের আবেদনের প্রেক্ষিতে অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ করার প্রস্তাবনা পাঠিয়েছি। এটা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে রেটিংয়ের জন্য আছে।

দেশের বিমান সংস্থাগুলো এর আগে কখনও এরকম বিপর্যয়ে পড়েনি। তাই সংকট কাটিয়ে উঠতে সরকার পাশে দাঁড়াবেন বলে আশা করছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ।

এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন, এখন তারা যে দাবিগুলো করছে এটা অত্যন্ত যৌক্তিক দাবি বলে আমি মনে করি। এই সময়ে যে কোন ধরনের সহযোগিতা এয়ারলাইন্সের জন্য খুবই দরকার। তাদেরকে বাঁচিয়ে রাখতে।

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল স্বাভাবিক হলেও আন্তর্জাতিক রুটে পরিস্থিতি এখনও নাজুক। তাই ঘুরে দাঁড়ানো সহজ হবে না বলেই মনে করেন তারা।


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি