সরবরাহ লাইনে ঘাটতি থাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না
প্রকাশিত : ১৬:৫৪, ২২ মে ২০১৭ | আপডেট: ১৯:০১, ২২ মে ২০১৭

বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নে বিলম্ব ও সরবরাহ লাইনে ঘাটতি থাকায় এই মুহুর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বাস দেন, আগামী ৪ বছরের মধ্যে চাহিদা অনুযায়ী ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এদিকে আশুগঞ্জে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে এ সপ্তাহেই ওইসব অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দেন তিনি।
সিংক : নসরুল হামিদ, বিদ্যুৎ, জ্বালানী ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী।
আরও পড়ুন