ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাঁতারে প্রতিদিন অফিসে যান তিনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৩১ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৫৫, ১ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাস্তার যানজট কিংবা গরমে বাসে উঠে ঠাসাঠাসি করে ঠিক সময়ে অফিসে পৌঁছানো খুব একটা সহজ নয়। কিন্তু জার্মানির বেনিয়ামিন ডাভিডের কথা সবার থেকে আলাদা। প্রতিদিন দুই কিলোমিটার সাঁতার কেটে অফিসে যান তিনি।

তিনি বলেন, শহরে যেতে ইসার নদীর পাশ দিয়ে চলে যাওয়া সড়কটিতে সকালে প্রচুর গাড়ি থাকে। ওই রাস্তা দিয়ে যাওয়া খুবই কষ্টকর। একারণে বাসে বা গাড়িতে করে অফিসে যাই না। অফিস যাই শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীতে সাঁতার কেটে।

প্রতিদিন সকালে তার ল্যাপটপ, জামা কাপড় আর জুতা একটি ওয়াটারপ্রুফ ব্যাগের ভেতরে ভরে অফিসের জন্যে নেমে যান নদীতে। তারপর (অত্যন্ত আনন্দের সাথে) ভাসতে ভাসতে পৌঁছে যান দুই কিলোমিটার দূরের অফিসে। খুব সহজে ও ঠিক সময়ে পৌঁছে যান অফিসে।

গ্রীষ্মকালে প্রতিদিনই সাঁতার কেটে অফিসে যান। বিশেষ করে ওই তিন মাস। সেসময় তিনি সাঁতার কেটে বাড়িতেও ফেরেন। শীতের সময়েও তিনি কখনো কখনো সাঁতরাতে সাঁতরাতে অফিসে চলে যান। অফিসে যাওয়ার জন্যে তার আছে বিশেষ একটি ওয়াটারপ্রুফ ব্যাগ। তার ভেতরে থাকে তোয়ালে ও কাপড় চোপড়।

ব্যাগের ভেতরে সবকিছু নিয়ে মুড়িয়ে মুখটা বন্ধ করে দেন। শুধু তাই নয়, সাঁতার কাটতেও এই ব্যাগটি তাকে সাহায্য করে। এটি ফুলে পিঠের সাথে লেগে থাকায় পানিতে ভেসে থাকতে সুবিধা হয়।

তবে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে তিনি নদীতে পানির উচ্চতা, তাপমাত্রা, স্রোতের গতি এসব তথ্য তিনি ইন্টারনেট থেকে সংগ্রহ করে নেন।  খবর: বিবিসি।

আর/ডব্লিউএন

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি