ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সাংবাদিক নিহতের জেরে পদত্যাগ করছেন মাল্টার প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২ ডিসেম্বর ২০১৯

দুই বছর আগে এক সাংবাদিক খুনের জেরে দেশজুড়ে অচলাবস্থা তৈরি হওয়ায় পদত্যাগ করেছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, রোববার টেলিভিশনে দেয়া ভাষণে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে জানুয়ারি পর্যন্ত সরকারপ্রধান হিসেবে কাজ করবেন মাসকট।

এরই মধ্যে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে আটক করা হয় প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ কেইথ স্কেমব্রিকে।

অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য নন্দিত সাংবাদিক কারুয়ানা গালিজিয়া পেশাগত দায়িত্ব পালনের সময় গাড়ি বোমা হামলায় নিহত হন।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি